মেঘের পালক / উপাসিকা চ্যাটার্জ্জী / বাংলা কবিতা /
মেঘের পালক উপাসিকা চ্যাটার্জ্জী লক্ষ হাজার স্বপ্ন পালক ভাসছে দেখো, ভাসছে দেখো আকাশ জুড়ে, মেঘের দেশকে ছুঁয়ে ছুঁয়ে উড়ছে তারা.. যাচ্ছে উড়ে অচিন গাঁয়ে। ভালোবাসার আখর দিয়ে মনের সাজি উঠলে ভরে শব্দ মালায় গেঁথে গেঁথে মনের মতো পদ্য লেখে। নয়তো কিছু গল্প হলো। প্রিয়তমার ইমন রাগে সুরের আগুন। নৃত্য তালে ছন্দ ওঠে ঘুঙুর…