কে বোকা ? / শিব প্রসাদ হালদার / ব্যক্তিগত অভিজ্ঞতা / /
কে বোকা ? ✍️ শিব প্রসাদ হালদার সবার মত সেই সাতসকালে আমিও ছুটলাম। গন্তব্যে পৌঁছে বুঝলাম হয়তো আমিই আসতে দেরি করে ফেলেছি। তখন সবে সকাল সাড়ে সাতটা। ততক্ষণে লাইনে অপেক্ষারত সবার নাম লেখানো হয়ে গেছে। শুনলাম একশত ষাট জন করে দুই জায়গায় দুটি লাইনে মোট তিনশত কুড়ি জনের জন্য ভ্যাকসিন বরাদ্দ আছে।…