মা / ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় / বাংলা ছোট গল্প / বসন্ত সংখ্যা /
মা ✍ ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় সত্যি!হাবুল টা যে কোথায় গেল! তে তপ্পর টোটো কোম্পানি।লেখাপড়া নেই, স্কুলে যাওয়া নেই ।আসুক আজ ।ওর একদিন কী আমার একদিন ।হাড় হাভাতে গুলো কী সব ওর কপালেই জুটতে হয় ।ওই তো ।পটলার মা ।গোবর কুড়িয়ে ঘুঁটে বেচে ।দু বাড়ি ঠিকে ঝি এর কাজ করে ।অথচ পটলা দেখো ।নক্কী…