নতুন প্রভাত / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা / বর্ষবরণ সংখ্যা /
নতুন প্রভাত ✍ রণজিৎ মন্ডল এসো এসো, নতুন প্রভাতে নতুন আলো নিয়ে এসো, মম হৃদয় আকাশে এসে আলোর জোয়ারে ভাসিয়ে মোরে, নতুন করে ভালো বেসো। নতুন বছরের নতুন দিনে নতুন হয়ে দেখা দাও মম হৃদয়ে, পুরানো যা কিছু স্মৃতির ঘরখানি ভরিয়ে, অন্ধ আবেগ, অন্ধ বিবেক, অন্ধকারে রেখে এসো। আমায় আবার নতুন সূর্যের আলোর…