চড়ক মেলা / সোমনাথ প্রামাণিক / বাংলা কবিতা / বর্ষবরণ সংখ্যা /
চড়ক মেলা ✍ সোমনাথ প্রামাণিক বছর আজি ফুরাবে বুঝি চড়ক মেলার রূপ দিয়ে, ঘূর্ণি কাঁটায় সন্ন্যাসী ঘোরে পিঠে বড়শি গাঁথিয়ে। গাজন তলায় সিদ্ধি খেয়ে খুবতো তারা নেচেছে, শিব দুর্গা সেজে আবার অভিনয় টাও করেছে। একটি বছর পরে মোরা এসেছি এই মেলাতে, পুষিয়ে নেব তাই তো এবার হারাবো না হেলাতে। হাত ধরে মেলায় ঘোরা…