কান্না / নন্দিতা চক্রবর্ত্তী / বাংলা কবিতা /
কান্না নন্দিতা চক্রবর্ত্তী আকাশ জুড়ে নামলো বৃষ্টি ঝাপসা চারিধার মেঘের মাঝে লুকিয়েছিল কান্না এতো কার!! বলল আকাশ কাঁদি আমি মনের দুঃখে যে বনগুলো সব উজাড় হল কেউ দেখেনা রে!! পাখিগুলো থাকবে কোথায় খাবেই বা সে কি!! আমার বুকে ভাসবে কারা!! সেটাই ভাবছি। রোদের আলোয় গাছের ছায়ার মায়া কোথায় পাই!! খেতের মাটি ফুটিফাটা…