আমার রবীন্দ্রনাথ / উপাসিকা চ্যাটার্জ্জী / রবিপক্ষ /
আমার রবীন্দ্রনাথ উপাসিকা চ্যাটার্জ্জী ব্যর্থ সময় আমাকে ঘিরে ধরেছে যতবার, ততবার রিক্ত হাতে নতজানু হয়ে বসেছি সেই বোধি বৃক্ষ স্বরূপ কবির কাছে। আলোক কিরণ আমার মস্তক স্পর্শ করেছে, আশীর্বাদ যেন শির চুমে হৃৎপিণ্ডের স্পন্দনে স্পন্দনে, শিরায় শিরায় ছড়িয়ে পড়েছে। চোখ মেলে দেখেছি , মুছে গেছে সব সংকোচ। পরাজয়ের গ্লানি আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখতে পারেনি…