বেসামাল / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা / ২২শে শ্রাবণ সংখ্যা /
বেসামাল রণজিৎ মন্ডল চারিদিকে জল শুধু জল আর জল, গ্রাম, শহর, বন্দর, জনপদ, সবুজ ফসল, কোথাও হাটু ছাড়িয়ে বুকের উপর, কোথাও বা ছাড়িয়ছে বুক, ভাসি গলাজল! মরেছে মানুষ কত মরেছে পশু, চারিদিকে জলে ডুবে সবুজ ফসল, পিপাসায় বুক ফাটে নেই তৃষ্ণার জল! পেট খালি, বুক খালি, হাত খালি হয়ে, ভিটেছাড়া মানুষেরা কাঁদে রয়ে রয়ে।…