তুমি শুধু শান্তি চেয়েছিলে / মৌসুমী মৌ / বাংলা কবিতা / ২২শে শ্রাবণ সংখ্যা /
তুমি শুধু শান্তি চেয়েছিলে মৌসুমী মৌ চাইলেই কি পাওয়া যায়! এই যেমন তুমি শান্তি চেয়েছিলে অথবা জল! মেঘ যেমন অহেতুক রোদ্দুর দাবী করে যখন-তখন… ভিজে উঠোনের গানে ভেসে যাওয়া কেতকীর ঘ্রাণ সেও, তবু রোদ শ্রাবণে হারায় l চাইলেই কি পাওয়া যায় ভালোবাসা অথবা ছায়া ! গাছেদের সব কথা ভোর কবে বুঝেছিলো !…