মৃত্তিকা ও মানব / পারমিতা / শ্রুতিনাটক / সবুজ সংখ্যা /
“মৃত্তিকা ও মানব” –:: পারমিতা ::– মৃত্তিকা = ভালোবাসি ভালোবাসি (গুনগুন করে গান) মানব = আহ! কে গান গায়? কার এতোবড় স্পর্ধা? একি মৃত্তিকা? তুমি? তুমি আবার এসেছ? কেন এসেছ? তোমাকে না বলেছি তুমি এখানে আসবে না। মৃত্তিকা = আসব আসব আসব। একশোবার আসব। হাজারবার আসব। আমার যেখানে খুশি সেখানে যাব। এ…