দেশ হারানোর আর্তনাদ / কিশোর বিশ্বাস / বাংলা কবিতা /
দেশ হারানোর আর্তনাদ কিশোর বিশ্বাস আমি তো নেই নদী কি আর জোয়ার ভাটা খেলে ? আমি তো নেই প্রজাপতি পাখনা কি আর মেলে ? আমি তো নেই মেঘ কি আর তেমন রঙিন হয় ? আমি তো নেই আউশ খেতে হাওয়া কি আর বয় ? আমি তো নেই ছাগল ছানা লাফায় কি আর মাঠে ? আমি…