জীবন কথা / নন্দিতা চক্রবর্ত্তী / বাংলা কবিতা /
জীবন কথা ———- নন্দিতা চক্রবর্ত্তী জীবন শুধুই কাব্য কবিতা নয় কারো কাছে সে ভালবাসাহীন গদ্য। অঙ্কের খাতা খুলতে যেওনা সেথায় স্বপ্ন যেখানে চুরমার হল সদ্য। বেঁচে থাকা যখন দিনগত পাপক্ষয় লাঞ্ছনা জোটে , দুমুঠো খাবার নয়, অপরাধ কার? প্রশ্ন গুমরে মরে জীবন নেয় না জবাবের দায় ভার। জ্যামিতির মতো সুত্র খুঁজতে পারো…