আঁধারে আলো / শিব প্রসাদ হালদার / কবিতাযাপন /
##### আঁধারে আলো ##### ¤●¤●¤●¤●¤●¤●¤●¤●¤ শিব প্রসাদ হালদার তোমার ঐকান্তিক চেষ্টায়, তুমি হয়ে ওঠ-একটি আলোর শিখা ! প্রজ্বলিত হোক শত সহস্র দীপ, তাদের মাঝ থেকে-পার হয়ে যাক, ঘোর অমাবস্যার কালো অন্ধকার। পথহারা পথিক খুঁজে পাক দিশা, থেমে যাওয়া যাত্রা আবার হোক শুরু। হতাশার আঘাতে আহত যারা, ঘর ছেড়ে বেরিয়ে আসুক- একে একে সবাই…