শান্তী কিসে / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
শান্তী কিসে রণজিৎ মন্ডল জানি না, শান্তী আছে কিসে, ঘরেই বন্দী ছিলাম দুহাজার বিষে! কেউ ছিল না পাশে, আমিও যাইনি কারো পাশে, শিধ কেটে ঢুকে গেল অশান্তী দুহাজার বিষে! এখনো খুজি শান্তী, দুহাজার একুশে, অশান্তীর আগুন যেন ধিকি ধিকি জ্বলিছে দিবা নিশি! সবারই মুখ ঢাকা, কথা বলে না আছে নিশ্বাসে বিষ মিশে, ভাইরাস…