বিবেকের যন্ত্রণা / শিব প্রসাদ হালদার / বাংলা প্রবন্ধ /
বিবেকের যন্ত্রণা ✍️ শিব প্রসাদ হালদার প্রদ্যুতের প্রবল প্রতিবাদে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠল ওরা। মুহূর্তেই ঘটে গেল প্রকাশ্যে প্রতিবাদের এক বিরক্তিকর বিরূপ পরিণতি! অনেকক্ষণ ধরে মেয়েটিকে ওরা উত্যক্ত করে চলেছে। শান্ত স্বভাবের মেয়েটি নিঃশব্দে সহ্য করলেও আস্তে আস্তে তার চোখে-মুখে ফুটে উঠেছে প্রচন্ড বিরক্তির ছাপ। কলকাতার রাস্তায় রাত তখন খুব একটা বেশি…