ভরসা / ডঃ ভিক্ষু রতনশ্রী / বাংলা কবিতা /
ভরসা ডঃ ভিক্ষু রতনশ্রী আমরা মানুষ হয়েও স্বনির্ভর হতে পারিনি কোথাও না কোথাও যেন পরনির্ভরতার হাতছানি কেননা দুশ্চিন্তা, আতঙ্ক, ভয় তাড়া করে বেড়ায় এটা কাল্পনিকও হতে পারে আবার বাস্তবতাও। আসলে পার্থিব মানুষ তো অসম্পূর্ণ তবুও সম্পূর্ণ বলে নিজেকে জাহির করতে প্রস্তুত না বুঝে বোঝানোর চেষ্টা অহরহ তাই ভরসা নেই। কথায় কথায়…