রাক্ষসী পদ্মা / কিশোর বিশ্বাস / বাংলা অনুগল্প / আষাঢ়যাপন ২ /
রাক্ষসী পদ্মা কিশোর বিশ্বাস পদ্মার পাড় ভেঙ্গে পড়তেই জলে পড়ে গেল দুটি শিশু। হারু দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল পদ্মায়।অতঃপর দু,হাতে দুটি শিশুকে জড়িয়ে ধরে কুলে আসার চেষ্টা করতে লাগল কিন্তু পদ্মার মাতাল ঢেউ তাকে ক্রমশ গহ্বরের দিকে টানতে লাগল। তিন জনই জল খেতে থাকল।হারু দেখল এতে তারা তিনজনই মারা যাবে।বাঁচানো যাবে না…