রথযাত্রা / অনিমেষ / বাংলা কবিতা / আষাঢ়যাপন ২ /
রথযাত্রা ✍ অনিমেষ বিকিকিনি হাটবাজার জন কোলাহল জয় জগন্নাথ ধ্বনি মাতায় নীলাচল। লোকে লোকারণ্য পথ পসরা খাজা গজা মন্দির শিখরে শোভে শ্রীপ্রভুর ধ্বজা। কীর্তনাঙ্গে নাচে কেহ কেহ গায় গান কেহ বা রথচক্র পরশে ধূলায় লুটান। ত্রিদেব অলঙ্কৃত রথের কিবা দিব বর্ণনা সুবর্ণ রাজ-সম্মার্জনি করে পথ মার্জনা। রথের রশির পরশ সৌভাগ্য সবাকার অস্পৃশ্য চন্ডাল…