হোক তবে / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা কবিতা / আষাঢ়যাপন ২ /
হোক তবে ………….. শ্যামাপ্রসাদ সরকার এখন না হয় বৃষ্টি এসে ধুয়ে যাক, হয়তো নিস্তব্ধ রাত্রি জুড়ে একাই থাকব শেষ প্রহরে আসুক প্রিয় মৃত্যুর ডাক! যেখানে রাত্রি উজাগর হয় সেখানেই তো থামতে চাই! আজ বিস্তীর্ণ রাত্রির বুকে দেখি, অকপটে ছিন্নপত্রের মালা দুলছে। আমায় অভয় দাও হে স্বপ্নচারিণী আর মুছে দাও, জলের আল্পনা দাগ! …