রহস্যে ঘেরা সকাল / নবু / বাংলা ছোট গল্প /
রহস্যে ঘেরা সকাল নবু পন্টুর বয়স পাঁচ বছর। এই বয়সে শিশুরা যা হয়, পন্টুও ঠিক তাই – যেন একরাশ কৌতূহল আর বিস্ময়ে ভরা। তার ছোট্টো চোখে জোড়ায় সবসময় নতুন কিছু দেখার আকাঙ্ক্ষা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই সে যেন এক নতুন দিনের অভিযানে নামে। বিছানা ছেড়ে হাত মুখ ধুয়ে, স্কুলের পোশাক পরে তৈরি হয়ে নেয়…