আতসকাচের নীচে.. / শিল্পী মিত্র হাতি / বাংলা ছোট গল্প /
আতসকাচের নীচে.. শিল্পী মিত্র হাতি আজকাল কোন্ কাকভোরে ঘুম ভেঙে যায়, কোথা থেকে ফেলে আসা স্মৃতিগুলো টোকা মারে, চমকে উঠি, দুহাতে কুয়াশা ঠেলে আঁকাবাঁকা মেঠো পথ পেরিয়ে পৌঁছে যাই জনহীন প্রাসাদের নিরালা জলসাঘরে, জ্বলে ওঠে ঝাঁড়বাতি, টুং টাং পিয়ানোয় সুর খেলে যায়, আর সেই মায়াবী সুরের আলোয় আমি ভেসে বেড়াই, ডুব…