তোমাদের গল্প নয়তো!! / সুপ্তোত্থিতা সাথী / কবিতাযাপন /
তোমাদের গল্প নয়তো!! সুপ্তোত্থিতা সাথী ঠান্ডা ঘর,শুকনো ঠোঁট মনকেমনের গল্প হোক। জানলার কাঁচ,জলের কোলাজ বৃষ্টি নামার গল্প হোক। ছাদ কার্নিশ,রোদের নালিশ অভিমানের গল্প হোক। সব চুপচাপ,ভাবের অভাব ঝগড়াঝাটির গল্প হোক। একলা দুপুর,ভায়োলিন সুর উচাটনের গল্প হোক। জুঁইএর কুঁড়ি,বিকেল ঘুড়ি মনঃস্তাপের গল্প হোক। রেলগাড়ি মন,সন্ধ্যে উঠোন ফিরে আসার গল্প হোক। ল্যাম্পশেড রাত,ঠোঁটের আঁতাত ছুঁয়ে থাকার গল্প…