মুমূর্ষুকে দেখা কাজ তার / সুমান কুণ্ডু / বাংলা কবিতা / শারদীয়া সংখ্যা /
মুমূর্ষুকে দেখা কাজ তার সুমান কুণ্ডু ——————– রাত দখলের স্বাধীনতা নেমেছে পথে আজকের প্রীতিলতা খুন্তি নাড়া রোজ হাত নিয়েছে কাঁধে ট্রিগারের বরাত। গলায় স্টেথো ঝোলানো ডাক্তার মুমূর্ষুকে দেখা কাজ তার, ছিল কোন মায়ের সন্তান পিশাচেরা কেড়ে নিলো জান। খুনের আগে লুটে নিলো ইজ্জত শেখাতে ব্যর্থ সমাজ সহবৎ আর কতো গেলে প্রাণ? মিলবে ওদের পরিত্রাণ আর…