প্রেম দরিয়া / ড. মদনচন্দ্র করণ / বাংলা কবিতা /
প্রেম দরিয়া ড. মদনচন্দ্র করণ নদীকে বাঁধবে? সে কি কখনও ধরা দেয়? স্রোতের মতো প্রেম সুজান পথে চায়। কোথা যায়, কোথা থামে, জানে না মাঝি, তবু তার ঢেউয়ে বাজে হৃদয়-উজান বাঁশি। চাঁদের আলো নদীর বুকে আঁকে নকশা, তবু সে অধরা— কল্পনায় গাঁথা আশা। বাঁশ বনচছায়ায় সে হারায় উচ্ছ্বাসে, তোমারই প্রেমে বাজে মনের আভাসে। নক্ষত্রের আলোয়…