স্বপ্ন / মঞ্জুলিকা রায় / মুক্তগদ্য /
স্বপ্ন **** মঞ্জুলিকা রায় আমি সাধারণত স্বপ্ন দেখি না, আমার সবচেয়ে প্রিয় বিনোদন জেগে স্বপ্ন দেখা মানে আগডুম বাগডুম কল্পনা করতে বড্ড ভালোবাসি। এইসব করতে করতে রাত গভীর হয় আর নিদ্রাদেবীর কোলে কখন যে টুপ করে ঢলে পড়ি তা নিজেই বুঝি না। ভোরবেলাও কখনো স্বপ্ন টপ্ন দেখি না।। স্বপ্ন কেন দেখি না…