আঁধার-আলো / অনিমেষ চ্যাটার্জি / বাংলা কবিতা /
আঁধার-আলো ✍ অনিমেষ চ্যাটার্জি বহুদিন পা পড়ে নি নীল সবুজের চৌহদ্দিতে। শেষ বার যখন কাক ডাকা বিকেলের মায়াবী রোদ্দুরে ভেজা ঘাসে পা ডুবেছিল, জলের বুকে ছায়া জেগেছিল, তখন মুখোমুখি ঋজু ভঙ্গিমায় ছিল প্রশ্নচিহ্ন, আর ঠিক প্রশ্নচিহ্নের মুখোমুখি ঝুঁকে আমি। ভেপার ল্যাম্প আর নিয়ন আলোর সংকেতে আদিগন্ত শহুরে গ্রীষ্মের সাঁঝ ক্লান্ত পাখিদের ডানা ছুঁয়ে, সংক্রমিত হচ্ছিল…