নারীকথায় / মৌসুমী ঘোষাল চৌধুরী / বাংলা কবিতা /
নারীকথায় মৌসুমী ঘোষাল চৌধুরী বসন্তের নীলাভ মেঘে , ক্লান্ত ছিল দুচোখ ভরা কাজল। যখন চেয়েছ ,চা এর কাপে আমি শুধুই ক্ষমা করি পৃথিবীর পিছুটান। ক্ষমা করি, খোপাবিহীন আমার এলোচুলে তোমার সাজানো সং সার ,টবগাছ। ক্ষমা করি, আর আকড়ে ধরি অলং কারের রং মশাল। একেছ, ঘুমের ঘোরে, কৃষ্ঙসার হরিন। লিখেছ অনেক কবিতায়, বকুল ফুলে ফেরারী শ্রাবন…