ধোঁয়াশা!! / আগন্তুক / বাংলা কবিতা /
ধোঁয়াশা!! আগন্তুক “”””‘””””””””‘”” রোজই বলিস আসছি আসছি , আসিস না যে তুই ! একটা বার আয়না কাছে , তোকে একটু ছুঁই ! বন্ধ চোখে থাকিস কাছে , চোখ খুললেই দূরে ! যতই কাছে যাই আমি তোর , ততই যাস তুই সরে ! স্বপ্নে কত আদর করিস , বুকের ভিতর রেখে ! কপালের ঘাম দিস মুছিয়ে…