কত অসহায় / কিশোর বিশ্বাস / অনুগল্প /
কত অসহায় কিশোর বিশ্বাস গ্রামে খুব দুষ্টামি করত বলে মাতৃহীন চন্দনকে তার বাবা কলকাতা পিসির বাড়িতে পাঠিয়ে দিল।চন্দন ও শহরে আসবে ট্রামে চড়বে, গাড়িতে চড়বে ভেবে দু,দিন খাওয়া ঘুম ত্যাগ করল কিন্তু এখানে এসে পদেখল শহর নির্মম, নিষ্ঠুর,প্রাণহীন । সে গ্রামের মাছ ধরা, হা ডু ডু খেলা স্মরণে এনে চোখের জলে ভাসতে লাগল।এ অবস্থায়…