বদলে যায় / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
বদলে যায় রণজিৎ মন্ডল দিন যত যায়, সবই কেমন যেন বদলে যায়, সূর্যটা যেন আগের মত আলো দেয় না, দিনটাও আগের মত বেশি সময় কাছে থাকে না, বর্ষা বিদায় বেলাতেও হাতছানি দেয়। আমিও বদলে গেছি অনেকটাই, আগের মত কথা কইতে ভালো লাগে না, মানুষকে বিশ্বাস করতে ভয় পাই, কাউকেই আর আগের মত করে ভালো…