প্রভাতে / কাকলি ঘোষ / বাংলা কবিতা /
প্রভাতে কাকলি ঘোষ নির্মল প্রভাত জাগে দিগন্ত সীমায় একা আমি বসে আছি খোলা জানালায়। বিচিত্র তরঙ্গ উঠে শান্ত নদী তীর ছোট ছোট পাখিদের কিচির মিচির। বুড়ো এক বট ধারে পড়েছে হেলে ছাতার মতন শাখা দিয়েছে মেলে। ওই পাশে মন্দির ভাঙা সিঁড়ি তার এক কোনে পড়ে আছে ঝোলা খানি কার। ডিঙি নিয়ে মাঝি ওই নীর পানে…