আমি তোমার / আগন্তুক / বাংলা কবিতা /
আমি তোমার আগন্তুক নাই বা বাসিলে ভালো , নাই বা ডাকিলে কাছে ! নাই বা ধরিলে হাত , সে ভাবে কাছে এসে ! তবু আমি তোমারই রবো , তোমারেই ভালো বেসে যাবো..!! নাই বা ভাবিলে মোরে , নাই বা রাখিলে হৃদয়ে ! নাই বা চলিলে পথ , এক সাথে পায়ে পায়ে ! তবুও তোমার…