অথ কথা নালন্দা / কাকলি ঘোষ / দ্বিতীয় পর্ব / গবেষণামূলক /
অথ কথা নালন্দা কাকলি ঘোষ দ্বিতীয় পর্ব নিজের পেশাগত কারণে একটানা এই নাটক লেখা যে সম্ভব হয় নি তা কাজল নিজেই জানিয়েছেন। কিন্তু হাল ছাড়েননি কখনো। কাজের ফাঁকে, গভীর রাত্রে, বা নিজের বিশ্রামের সময়কে সংক্ষিপ্ত করে লেখা চালিয়ে গেছেন। কিন্তু সে তো পরের কথা। শুরুটা ? যে কোন লেখা; তা গল্প , কবিতাই হোক…