অন্তরে অন্তর / রণজিৎ মন্ডল/ বাংলা কবিতা / ভাষা সংখ্যা /
অন্তরে অন্তর রণজিৎ মন্ডল মানুষকে চিনতেই কেটে গেল জীবনের অনেকটা সময়, প্রেমিক প্রেমিকাকে চিনতে, বন্ধুকে, ভালোবাসার মানুষকে, কতটুকু চিনেছি কতটুকু পেরেছি জানতে, সেতো জীবনের অচেনা পথেই অজান্তেই হারিয়ে যায়। কে মোর হৃদয়ে এসে ছিল অপেক্ষায়, কাকে রেখেছিলাম হৃদয়ের গোপন ডেরায়, কাকে দিয়েছি চিরতরে বিদায়, সবই যেন দেখিতে পাই জীবনের পুরনো খাতার পাতায়। স্মৃতির পাতাগুলো জীর্ন…