স্মৃতি উল্টে গেল / অসিত ঘোষ / বাংলা কবিতা / আন্তর্জাতিক ভাষা দিবস সংখ্যা /
স্মৃতি উল্টে গেল অসিত ঘোষ স্মৃতি বড় জ্বালাময় যখন ভাবি দেখি শুধু চারিদিকে অনেক রবী। মনের কথাগুলি লিখতে নাহি পারি মাঝে মাঝে গিয়ে আমি ডাল ধরি। পুকুরের জলে কত ডুবু ডুবি খেলা ডাংগুলি আর হাডুডু বসতো সেথায় মেলা। এখন ছেলেরা সব দেখি খাপছাড়া জানে না কিছু জানে শুধু মোবাইলে পড়া। —oooXXooo—