মাকালী কৃপায় ভুলে যাই রাগ / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
মাকালী কৃপায় ভুলে যাই রাগ প্রেমাঙ্কুর মালাকার মাকালী তোমার, অসীম কৃপায়, নানা কাজে কাটে দিন- তোমার কৃপায়, যাবো গুজরাট, আনন্দ সীমাহীন! তোমার কৃপায়, ফ্ল্যাট থেকে নাবি, একসাথে তিনজনে; তোমার কৃপায়, ফাকা ট্রেন মেলে, বিরাটী ইস্টিশনে। শিয়ালদা থেকে, হাওড়া এলাম, সবাই ট্যাক্সি চেপে- ঝুনুর বড়দা, ওঁর সাথে কথা, আজ বলি মেপে মেপে। মাকালী কৃপায়, বুকের কোনায়,…