আহা! বাংলা মা / মণিকা বড়ুয়া / বাংলা কবিতা /
আহা! বাংলা মা মণিকা বড়ুয়া ইংরাজী, হিন্দী,পালি,সংস্কৃত, পড়ি গড় গড় করে— কিন্তু বাংলায় মনটা কেমন নরম হয়ে যায়—মনে হয় মা’র কাছে মা’ র আঁচল বিছিয়ে শুয়ে আছি। ইংরাজী, হিন্দি,পালি, সংস্কৃত, লিখি তর তর করে— কিন্তু বাংলা ভাষাতে কেমন হৃদয়টা ভরপুর হয়ে যায়— মনে হয় ঠাম্মার কোলে বসে গল্প শুনছি। ইংরাজী,হিন্দি,অহমিয়া, মালয়ালাম , সিনেমা দেখি— কিন্তু…