ঘুম নেই / সুপর্ণা দত্ত / বাংলা কবিতা /
ঘুম নেই সুপর্ণা দত্ত ✒️✒️✒️✒️✒️ ঘুম নেই ঘুম নেই আজ আর খেটে খাওয়া মানুষের, বাড়ছে বাজারে দাম নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজেটের বাইরে বাজার দর। পকেটের হাল বেহাল আজকে পকেটমারকে কী করবে দোষারোপ পকেট ঝেড়ে বাজারেই দিয়ে আসা! সব্জির আজ এ হেন আকাল চড়া দামে সব্জি কেনা দায় বাজারের ব্যাগও ভরে না, হায়! ঘুম নেই তাই…