আপ্যায়নের সাত সতের ও কিছু বিচ্ছিন্ন স্মৃতি / নিলয় বরণ সোম / রম্য রচনা /
আপ্যায়নের সাত সতের ও কিছু বিচ্ছিন্ন স্মৃতি নিলয় বরণ সোম [গড় বাঙালী আতিথেয়তা বলতে যা বোঝে, তার বড় অংশ জুড়ে আছে খাবারদাবার।সুতরাং, আপ্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়, যেমন গৃহস্বামী বা স্বামীনীর বাচিক শিষ্টাচার , বডি ল্যাঙ্গুয়েজ ইত্যাদি গূঢ় বিষয় ব্যতিরেকেই নিম্নের আলোচনা চলিবেক ] এখন বললে তেমাথা বুড়োর গল্পের মত শোনাবে -কিন্তু একটা…