ল্যাপটপ- মধু / মণিকা বড়ুয়া / বাংলা কবিতা /
ল্যাপটপ- মধু মণিকা বড়ুয়া ধনধান্যে পুষ্পে ভরা , নয় শুধু— আমরা আছি টুইটারে ফেসবুকে কর্পোরেট ল্যাণ্ডস্কেপ সুখে। আমরা আছি হাজারো ব্যাণ্ডে ছড়ানো ছেটানো গোছানো ফ্র্যাণ্ডে প্রত্যহ পান করি বাপু তাবৎ জ্ঞানভরা ল্যাপটপ মধু। ধন ধান্যে পুষ্পে ভরা নয়, শুধু— আমরা আছি জিন্ সে— লো ওয়েস্টে দলিত শাড়ির পারেম নিঙড়ে। আমরা আছি দিব্যি ছেলে সেজে কাঁকন…