গৃহস্থালি / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা কবিতা /
গৃহস্থালি শ্যামাপ্রসাদ সরকার আরেকটা পদ্মা নদী আছে অক্ষিপাতায় খুব আবেগে রাখা বর্ষা নামলে জোরে প্লাবনে ভেসে যায়, নিশ্চুপে প্রিয় দর্শকেরা সবাই যখন ঘুমায়! এখানে জোরাজুরি নেই কোন খসে যাচ্ছে আসঙ্গ ও বন্ধনও দূরে ধলঘাটে ‘কার্তিকের নবান্নের দেশে ‘ শুধু এক টান নয়, মনখারাপের কান্নারাও কখন কখন আসে। গাছগাছালির নিভৃতে বারোমাস, ঘুমিয়ে পড়ার চিরচেনা আশ, আমায়…