মন পড়ে রয় / কিশোর বিশ্বাস / বাংলা কবিতা /
মন পড়ে রয় কিশোর বিশ্বাস মন পড়ে রয় চিল ঢাকা সেই বিলে মন পড়ে রয় হরেক মাছের ঝিলে মন পড়ে রয় কই টুবুরি মাছে মন পড়ে রয় বন বাদাড়ের গাছে মন পড়ে রয় শিউলি গাছের তলে মন পড়ে রয় মজা খালের জলে মন পড়ে রয় জ্যোৎস্না রাতে গাঁয় মন পড়ে রয় বাউল মাঝির নায় মন…