হায়রে জীবন / আগন্তুক / বাংলা কবিতা /
হায়রে জীবন আগন্তুক পাওয়ার আশায় আশায় , ভালো থাকতে ভুলেছি । ভালোবেসে কাছে এসে নয় । মনে-প্রাণে ভালোবাসতে শিখেছি , সেভাবে ভালোরাখতে নয় ।। শুনেছি জীবন বড়ই মধুময় , শিক্ষা তার প্রতি পাতায় পাতায় ! অথচ যতক্ষণে তাকে বুঝলাম , সে যেনো কোথায় গেছে হারায় ! সময় থাকতে দেয়নি তার মর্যাদা , করিনি সময়ে সময়ের…