নির্লিপ্ততার অন্তরালে / শিব প্রসাদ হালদার / বাংলা কবিতা /
নির্লিপ্ততার অন্তরালে ✍️ শিব প্রসাদ হালদার নিতান্ত নিরুপায়ে নগ্ন নির্লিপ্ততার অন্তরালে ওদের উপেক্ষা আর অবজ্ঞায় অশোভন আচরণে উদ্ভূত ক্ষুব্ধ পরিস্থিতিতে পঞ্চান্ন বছরের সাহিত্য-সাধনার মাঝে এই প্রথম মনকে করেছে প্রচন্ড ক্ষতবিক্ষত! বিবেকের দংশনে বারেবারে প্রশ্ন জাগায়- মহান মানবিকতার সঠিক মূল্যায়নে আত্মস্বার্থই যেখানে অগ্রগণ্য একমাত্র ঈর্ষার বশে অপরের কুবুদ্ধিতে চক্ষু লজ্জার মাথা খেয়ে দিয়েছে যে জঘন্য সংকীর্ণ…