শ্মশান যাত্রী / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
শ্মশান যাত্রী রণজিৎ মন্ডল সবাই যেন আজ আমরা শ্মশাণ যাত্রী, কেউ শব, কেউ বা শবের সঙ্গী হয়ে, যাত্রা শুরু করেছি সেই কবে পার করতে এই কালরাত্রি। দীর্ঘ হচ্ছে পথ, দীর্ঘ হচ্ছে রাত্রি, পেছনে তাকিয়ে বিষ্ময়ে হতবাক, কেউ নেই আর আমিই শেষ যাত্রী। গোপনে, নির্জনে, নিঃসঙ্গ শব আমি দয়া মায়া ভালোবাসাহীন, পৃথিবীর শেষ ঘৃণ্য কীটের সমগোত্রী।…