আমি / আগন্তুক / বাংলা কবিতা /
আমি আগন্তুক আমি স্বাধীন আমি পরাধীন আমি মুক্ত বাতায়ন আমি শৃঙ্খল অধীন আমি সরল গড়ল গঠন ভাঙন, অকারণের মাঝে অজানা কারণ! আমিই সাধু-চোর রাজা-প্রজা শোষণ ভজন, আমাতেই শ্রীরাম নর রাক্ষস রাবণ! আমি ধরাতল হয়ে গ্রহ নক্ষত্রদের, ছুঁয়ে থাকি বার বার… আমিই জন্ম-মৃত্যু ধ্বংস -সৃষ্টিতে, রয়েছি বরাবর! আমিই সুখ-দুঃখ মিলন-বিরহের, ভাবে বসে রাজ করি! আমিই ভীরু…