দম্ভ যখন দোলায় দহন / শিব প্রসাদ হালদার / বাংলা কবিতা /
দম্ভ যখন দোলায় দহন ✍️শিব প্রসাদ হালদার আভিজাত্যের দম্ভে যার মাটিতে পড়ে না পা- কতদূরে সেই দিন ? যেদিন পড়বে বাঁধা তার শ্রীচরণ দুটী অন্তহীন অহংকারের অগোচরে অদৃষ্টের অদৃশ্য অভিশাপে- অকলুষ মাটি চৌচির হোয়ে বিষাক্ত তপ্ত পঙ্কিল পাঁকে ! প্রভূ ! সেইদিন দিও- অন্ততঃ একটি বার একটুখানি সুযোগ, পারি যেন শোধরাতে-নিভিয়ে দহন শিখা; জাগিয়ে অনুভূতি-তার…