সত্যধর্ম্ম আলোকে লিখিত / জয় বিশ্বাস / বাংলা প্রবন্ধ / আগমনী সংখ্যা /
সত্যধর্ম্ম আলোকে লিখিত লেখক :- জয় বিশ্বাস আমি কে (Who am I)? (সত্যধর্ম্ম আবিষ্কর্তা ও প্রচারক মহাত্মা গুরুনাথ সেনগুপ্ত কবিরত্ন-1847-1914 মতে) আমি নিরাকার (অনন্ত সাকারত্ব ও অনন্ত নিরাকারত্বের অতীত বৃহত্তম সর্বব্যাপী সত্ত্বা) অদ্বিতীয়, অখন্ড অনন্ত অনন্ত অনন্ত গুণনিধান জ্যোতির্ময় পরব্রহ্মের সাক্ষাৎ অথচ অপূর্ণ অংশস্বরূপ যাহা স্বরূপত নিরাকার এবং পরম নিরাকার পরব্রহ্মের অংশ এবং ব্রহ্ম হইতে…