উষ্ণ ছোঁয়ায় ভাল্কিমাচান / দীননাথ চক্রবর্তী / বাংলা ভ্রমণ কাহিনী / আগমনী সংখ্যা /
উষ্ণ ছোঁয়ায় ভাল্কিমাচান দীননাথ চক্রবর্তী দম বন্ধ করা একঘেঁয়েমির মেঘ যদি জমে ওঠে মনে, একবার ভ্রমণের হাত ধরতে পারলেই ফাগুন বৃষ্টি। সেই একই মন তখন রেঙে ওঠে,বেজে ওঠে। তাই ভ্যালেন্টাইন্স ডে তে লং ড্রাইভ। মানে প্রেম। আর প্রেমটা ভাল্কিমাচানের সঙ্গে। বেশি বলা হয় আগুন ফাগুন অরণ্যের সঙ্গে।আবার সেই অরণ্যকে সঙ্গী করে ফ্যামিলির সঙ্গে, বন্ধু বান্ধবের…