পাথর সরাতে সরাতে / মণিকা বড়ুয়া / বাংলা কবিতা /
পাথর সরাতে সরাতে মণিকা বড়ুয়া উপত্যকায় খেলে যায় রোদবৃষ্টি উচ্চকিত স্বর ভাসিয়ে দেয় বিছানার বেণী। পাথর সরাতে সরাতে স্বপ্নগুলো মৃত বুকে নেই বুনো হাঁস, শীতলপাটি গন্ধ। আহা জীবন! তুই বড়ো নষ্ট পাখি দু’ দণ্ড সময় দিস না বসে আঁকি। আয় , ভুলে যাই ব্যথার সময় দিনগুলো সেই কবেকার সূর্যপ্রণয়! ————————–