প্লাবন / রবীন কুমার চক্রবর্ত্তী / বাংলা কবিতা /
প্লাবন রবীন কুমার চক্রবর্ত্তী প্লাবন দেখেছি আমি সবুজের সারা মাঠ জুড়ে চাষ-বাস নিয়ে যারা দিন মাস বৎসর কাটায় তাদের অন্তরে লুকোচুরি খেলে কুঁড়ে ঘর উসকো খুশকো চুল খোঁচা খোঁচা দাড়ি ফোকলা দাঁত সে যখন হাসে স্নিগ্ধ এক আলোর প্লাবন তাদের দু-চোখ উপচে পড়ে! দুস্তর অন্তর রচণা সে আমার যতোই না রচি প্রাণের সম্পদ সোনালী ধানের…